Saturday, December 10, 2016

History of SEO in Bangla

History of SEO বা এস, ই ও এর ইতহাসঃ 

প্রকৃতপক্ষে ইন্টারনেট যখন সৃষ্টি এবং ব্যবহার যখন বৃদ্ধি পেতে থাকে মূলত তখন থেকেই এসইও এর যাত্রা শুরু হয়। যদিও তখন এসইও এর ব্যবহার বা এসইও এলগরিদম বর্তমান অবস্থার মত ছিলনা।
Wikipedia
এর তথ্য অনুযায়ী........
Webmaster
গন এবং Content Provider গন 1990 সালের মাঝামাঝি সার্চ ইঞ্জিনের জন্য সাইট অপটিমাইজ শুরু করে।প্রাথমিকভাবে সকল ওয়েবমাস্টাররা cataloging বা তালিকাভুকরণ শুরু করে।অনুমতিপ্রাপ্ত সকল সাইট থেকে সার্চ ইন্জিনের spider তথ্য সংগ্রহ করে (এখানে তথ্য বলতে URL, content link, address, ইত্যাদি) সার্চ ইন্জিনের crawler এর কাছে প্রেরণ করে, crawler সেগুলোকে সার সংক্ষেপ করে সার্চ ইন্জিনের ডাটাবেসে indexe বা সুচিপত্র আাকরে সাজিয়ে রাখে। 
সাইটের মালিকগন তাদের সাইটকে সার্চ ইন্জিনের রেজাল্ট পেজের প্রথম স্থানে থাকার প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়াকেই সাধারণত SEO বলা হয়। 
শিল্প বিশ্লেষক ‘Danny Sullivan’ এর মতে, সম্ভবত ১৯৯৭ সালে "search engine optimization" শব্দটি ব্যবহারে আসে
২০০৫ সালের একটি বার্ষিক সম্মেলনে, গবেষকরা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন
আবার ইন্টারনেটের বিভিন্ন ব্লগ বা টিউনস এর তথ্য মতে,
১৯৯৫ সালে এসইও প্রথম অফিসিয়ালী যাত্রা শুরু করে।এ্যালফাবেটিক অপটিমাইজেশন হিসেবে   ইয়াহুর ডেভেলপারগন সর্বপ্রথম এসইও শুরু করেন। খুব বেশি সময় ধরে নয়, ১৯৯৬ সালে  অর্থাৎ মাত্র বছরেই  এসইও এর ব্যপকতা শুরু হয়। কী-ওয়ার্ড ডেনসিটি এর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন এলগরিদম করা হয় ইয়াহু ওয়েবমাস্টাররা ১৯৯৭ সালের কোন এক সময় ওয়েবসাইট সাবমিশন করে
অতপর ১৯৯৮-১৯৯৯ সালে (এই সময়ে গুগল এর জন্ম) স্পাম রুল শুরু করে গুগল, আর এর জন্য নতুন ভাবে এলগরিদমস্ করতে হয় গুগলকে। বলে নেওয়া ভাল এলগরিদম হল এক ধরনের প্রোগ্রামিং যার মাধ্যমে সার্চ ইঞ্জিন সব রকমের কাজ করে থাকে তবে গুগল এর স্পাম রুলস্ গুলো ভালো ভাবে যাত্রা করতে আরও প্রায় - বছর সময় লেগে যায়। সকল স্পাম ট্যাকটিকস্ নিয়ে ২০০০-২০০৭ সালের দিকে গুগল এর এসইও স্পেশালিস্টগন র্যাং ভিত্তিক ওয়েব সাইট গুলো ক্যাটাগরি অনুযায়ী শ্রেনীবিন্যাস করা শুরু করেন