
লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। ভাইরাস হল এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বঙসকারী/ সন্ত্রাসী হিসেবে নিজেকে (অর্থাৎ এর 'এক্সিকিউটেবল' অংশকে) অন্যান্য প্রোগ্রামের সাথে সেটে দিয়ে এর সংক্রমন ঘটায় এবং পর্যায়ক্রমে এর ধ্বংসযজ্ঞের বিস্তৃতির নিশ্চয়তা বিধান করে। প্রকারান্তরে এ সঙক্রমিত প্রোগ্রামগুলো ভাইরাসের হয়ে অন্যান্য অসংক্রমিত প্রোগ্রামগুলোতে সংক্রমন ঘটায়। যার ফলে প্রথমোক্ত প্রোগ্রামগুলো মূলভাইরাসের হয়ে অন্যান্য ভাল প্রোগ্রামগুলোতে সংক্রমন ঘটায়।
Not good
ReplyDelete