Monday, August 29, 2016

What is computer virus? কম্পিউটার ভাইরাস কি?

কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরীতে প্রবেশ করে মেমোরীতে গোপনে বিস্তার

 লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। ভাইরাস হল  এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বঙসকারী/ সন্ত্রাসী হিসেবে নিজেকে (অর্থাৎ এর ‌‌‍‌‌‌‌'এক্সিকিউটেবল' অংশকে) অন্যান্য প্রোগ্রামের সাথে সেটে দিয়ে এর সংক্রমন ঘটায় এবং পর্যায়ক্রমে এর ধ্বংসযজ্ঞের বিস্তৃতির নিশ্চয়তা বিধান করে। প্রকারান্তরে এ সঙক্রমিত প্রোগ্রামগুলো ভাইরাসের হয়ে অন্যান্য অসংক্রমিত প্রোগ্রামগুলোতে সংক্রমন ঘটায়। যার ফলে প্রথমোক্ত প্রোগ্রামগুলো মূলভাইরাসের হয়ে অন্যান্য ভাল প্রোগ্রামগুলোতে সংক্রমন ঘটায়।

1 comment:

Thanks for your comment