আস সালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কমপিউটরে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে আলোচনা করব। যারা নতুন কমপিউটার ইউজার তারা ভাইরাস নিয়ে বেশি একটা চিন্তিত থাকেন। আসলে চিন্তার কোন কারণ নেই।
কিছু লক্ষণ আছে যা দ্বারা বোঝতে পারবেন যে আপনার কমপিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারপর ভাইরাস মারনাস্ত্র প্রোগ্রাম দিয়ে অতি সহজে আপনি আপনার কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে পারবন। চলুন এবার আমরা জেনে নেই যে কি কি লক্ষণ প্রকাশ পেলে আমরা বোঝব যে আমাদের কমপিউটার ভারাসে আক্রান্দ হয়েছে।
- কমপিউটার চালু হতে আগের চেয়ে বেশি সময় নেয়া
- হঠাৎ করে কোন ফাইল উধাও হয়ে যায় বা নাম পরিবর্তন হয়ে যায়।
- এপ্লিকেশন প্রোগ্রাগুলো ত্রুটির সম্মুখীন হওয়া।
- ফাইল সেভ বা প্রিন্ট করতে অনেক সময় বেশি নেয়।
- হঠাৎ করে কমপিউটার বন্ধ হয়ে যায়।
- হঠাৎ করে কমপিউটার রিস্টার্ট হয়ে যায়।
- অযেৌক্তিকভাবে ডিস্কের ফাকা জায়গা কমে যায়।
- কাজের মাঝখানে কমপিউটার হ্যাংগ হয়ে যায় ইত্যাদি।
এই আরোও অনেক কারণ আছে যেগুলোর দেখে আপনাকে বোঝতে হবে যে আপনার কমপিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। তখন আপনাকে দ্রুত ভাইরাস মারনাস্ত্র প্রোগ্রাম দিয়ে কমপিউটারকে ভাইরাস মুক্ত করতে হবে ।
No comments:
Post a Comment
Thanks for your comment