Wednesday, August 24, 2016

What is Domain? বা ডুমেইন কি?

What is Domain? বা ডুমেইন কি?

ডুমেইন কি? ডুমেইনের বর্ণনা
Domain এর উদাহরণ

আস সালামু আলাইকুম।
আমাদের মাঝে অনেকেই আছে এমন যারা নিজেদের একটা পসোর্নাল ওয়েব এড্রেস বানাতে চান। আবার অনেকেই অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য ওয়েব সাইট বা ব্লগার সাইট বানাতে চান। তো অনেকের মাঝে একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। আর তা হল যে ডুমেইন কি?


 আসলে এটা কঠিন কিছু না একদম সহজ একটা বিষয়। Domain এটা একটা ইংরেজি শব্দ, এটা আপনারা সবাই জানেন। এর অর্থ হল স্থান, এলাকা বা ক্ষেত্র। এডভান্স বাংলা ডিকশনারিতে এর সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে,
An area of territory owned or controlled by a particular ruler of government: the French domain of the plantagenets 
  • a specified sphere of activity or knowledge: 
 the country`s isolation in the domain of sport.

তো ডিকশনারিতে যেই অর্থেই ব্যবহার হোক ইন্টারনেট জগতে ডোমেইন শব্দটা ঠিকানা অর্থে ব্যবহার হয়। যেমন আপনার বাড়িতে কেউ
যেতে চাইলে আপনার বাড়ির ঠিকানা জানতে হবে ঠিক তেমনি ভাবে আপানার ব্লগে বা আপনার ওয়েব সাইটে প্রবেশ করতে চাইলে যে ঠিাকানা লাগবে তার নামই হল ডোমেইন। আরও সহজ ভাবে বলতে গেলে, ধরুন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যকেরই একটি নাম আছে সেই নাম বললে শুধু ঐ মানুষটিকেই চিনা যাবে। ঠিক ডোমেইন তাই। ডোমেইন একটা নাম যা একটা নির্দ্রিষ্ট সাইট কে চিনা যায়। তবে মানুষের নাম একাথিক হতে পারে কিন্তু ডোমেমইন একটাই হবে। একই নামে কখনো দুই ডোমেইন হবে না।

    No comments:

    Post a Comment

    Thanks for your comment