তওবা
তাওবা অর্থ ফিরে আসা সকল গুনাহ্ থেকে,
লজ্জিত, অনুতপ্ত, পাপকাজে আর না যাওয়া তাওবা বলে তাকে।
তাওবা করা আল্লাহর হুকুম কুরআনে বর্ণন,
এ সম্পর্কে বলছি আমি তোমরা কর শ্রবণ।
কুরআন হলো আল্লাহর ভাষা কতই মধুর,
তাওবাহ করার কথা দেখ সূরা আন্ নূর।
আবার দেখো সূরা তাহরিমে ৮ নং আয়াত,
তাওবা কর অগো বান্দা থকতে হায়াত।
আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা আমার,
আমার নিকট তাওবা কর হে শুদ্ধাচার।
বান্দা যদি তাওবা করে অতি খাটিভাবে।
যত আছে পূর্ব গুনাহ্ সবই মাফহবে।
আমলনামা এতই সুন্দর হবে,
পাপগুলো তুলে দিয়ে নেকী ভরে দেবে।
এর প্রমাণ আপনারা যদি পেতে চান,
সত্তর নং আয়াত আছে সূরায়ে ফুরক্বান।
ফেরেস্তারাও আল্লাহ্ র কাছে বলেন নাজাত চাই,
সূরা আল গাফির ৮ নং আয়াতে প্রমাণ পাই।
আরশ বহনকারী ও বিচরণকারী ফেরেস্তাগণ তাসবীহ পড়ে,
আবার তাওবাহকারীদের জন্য মাগফিরাতের দোআ করে।
হারানো উট ফিরে পেয়ে মানুষ যেমন হয় খুশি,
আল্লাহ্ তায়ালা তাওবাকারীদের উপর তুষ্ট তার চেয়েও বেশি।
আল-বাকারার ২২২ নং আয়াত দেখ আলিম,
যারা তাওবা করবে না তারা হলো জালিম।
আল্লাহ্ র ঘোষণা শোন ভাইজান,
সূরা মায়েদা ৩৯ আয়াতে প্রমাণ।