Monday, September 26, 2016

What is hosting বা হোস্টিং কি?







What is hosting বা হোস্টিং কি?


আসসালামু আলাইকুম, আজ আপনদের সাথে শেয়ার করবো হোস্টিং কি? ডোমেইন সম্পর্কে অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না হোস্টিং কি?
তাই আজ হোস্টিং নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ডোমেইন সম্পর্কে একটি পোস্ট করেছিলাম, সেটি যদি দেখে থাকেন কবে অবশ্যই ডোমেইন কি তা বুঝতে পেরেছেন ডোমেইন সম্পর্কে না জানলে এখানে ক্লিক করুন । মনে করুন আপনার একটি ডোমেইন আছে, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অর্থাৎ ৭ দিনে ২৪ ঘন্টা  অনলাইনে এ্যাকটিভ রাখতে হবে। এর জন্য দরকার একটি হোস্টিং কোম্পানি। 
কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। 
এখন আপনার ওয়েব সাইটে যে তথ্যগুলো আপনি রাখবেন তা তো আর ব্যবহারকারিরা আপনার কম্টিউটারে প্রবেশ করে দেখতে পারবেনা এই জন্য দরকার হবে এমন একটি যায়গা যেখানে আপনি আপনার ওয়েব সাইটের তথ্য গুলো রাখবেন আর ব্যবহারকারিরা সেখান থেকে দেখে বা জেনে নেবে। এই তথ্য গুলো আপনি যে যায়গায় রাখলেন আর সেখান হতে ব্যবহারকারিরা আপনার ওয়েব সাইটের তথ্য জানতে পারল এই প্রক্রিয়াটার নাম হল হোস্টিং।
আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র। আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে। সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে। কোন ওয়েব সাইট যে জায়গা জুরে থাকবে সেটাই ওই সাইটের হোস্টিং।আর একটু সহজভাবে বলি, ধুরুন আপনার যে পিসি রয়েছে, সেই পিসি টি কিন্তু এমনি এমনিতে গান বা কোন ভিডিও বাজবেনা। বরং যে গান টি আপনি বাজাতে চান সেটি আপনার পিসিতে থাকতে হবে। তো এই গানটি আপনার পিসিতে কোথায় থাকবে? হার্ড ডিস্কে। এখন মনে করুন যে সারা দুনিয়া টা একটা পিসি। একণ এই পিসির অনেক গুলো ইউজার রয়েছে। এখন এই পিসির একটা হার্ড ড্রাইব থাকবে যেখান থেকে ইউজাররা তাদের তথ্য দেখতে পাবে। ইন্টারনেটের ক্ষেোত্র এই হার্ড ড্রাইবটাই মনে করুন হোস্টিং।

সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত
কিছু হোস্টিং সাইটের ঠিকানা: http://nrhosting.com , hostambit.com
http://godaddy.com, http://linuxhostlab.com ,  ইত্যাদি
ডুমেইন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

Thanks for your comment