প্রশংসা করি আমি রহমান তোমার,
সকল সৃষ্টিই হুকুম মানে আল্লাহ তা'আলার।
আসমান জমিনে আছে মাখলুক বেশুমার,
সৎপথ প্রদর্শনে নবী পাঠালেনস যিনি,
রাসূলদের নিকট আবার কিতাব দিলেন তিনি।
'কুন ফাইয়াকুন শব্দ যে আল্লাহ তা'আলার,
প্রশংসা করি আমি রহমান তোমার।
শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আল্লাহর বাণী।
উহা পাঠে মানব জীবন ধন্য ও সম্মানী।
আরো কত শিল্প কলা নব্য আবিষ্কার,
প্রশংসা করি আমি রহমান তোমার।
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা আসমানী সৃষ্টি যত,
সবাই নিজ কক্ষপথে চলে অবিরত।
জ্বীন মানব ইবাদত করে উদ্দেশ্য আল্লাহর,
প্রশংসা করি আমি রহমান তোমার।
আল্লাহ তুমি এমন আপন এমন সহায়,
বাংলাদেশে বসে বিভিন্ন দেশের খবর নেয়া যায়।
আল্লাহর দেয়া ক্ষমতায় তৈরি কারখানা কারবার,
অত্যাধুনিক যন্ত্র নামে কম্পিউটার,
প্রশংসা করি আমি রহমান তোমার।
মাটির গর্ভে দিলেন প্রভু নানা রকম খনি,
স্বর্ণ, রৌপ্য থের পেয়ে জনগন ধনী।
আরও কত পেয়েছি দান নাহিক শুমার,
প্রসঙশা করি আমি রহমান তোমার।
বিজ্ঞানময় কুরআন পড়ে মানুষ চন্দ্রে যায়,
চসন্দ্রর মাঝে তারা ফাটল দেখতে পায়।
মক্কার মুশরেকগন মুজিযা দেখতে চায়,
চন্দ্র দিখন্ডিত করে দেখায় নবী মোস্তফায়।
এমন গুনের নবী (সাঃ) তোামার আমার
প্রশংষা করি আমি আল্লাহ তায়ালার।
দূর আজি হচ্ছে নিকট আল্লাহ সহায়,
ছয় ঘন্টায় বাংলা থেকে মক্কা যাওয়া যায়।
বহুদূর ক্ষেপনাস্ত আজব আবিস্কার
যুদ্ধক্ষেত্রে শত্রু দমনে হচ্ছে ব্যবহার।
প্রশংসা করি আমি আল্লাহ তায়ালার।
No comments:
Post a Comment
Thanks for your comment